আমার মন খোঁজে মা-- সদাই তোকে
ও মা আনন্দময়ী...
তোর ওই কাজল কালোয়, এত আলো মা ...
তোর ওই কাজল কালোয়, এত আলো মা ...
আমি বিভোর তাতে ও মা চিন্ময়ী ।


সদা থাকে ভোলা পদতলে তোর
রূপে বিভোর ত্রিভুবন পতি ;
আমি বিভোর তোদের যুগল রূপে মা
আমি বিভোর তোদের যুগল রূপে মা
মন পদ্মে মাগো যুগলে জপি ।


আমার মন খোঁজে মা-- সদাই তোকে
ও মা আনন্দময়ী...


ত্রিলোক জানে তোকে অসুরনাশিনি
মন মানে তোকে পরম স্নেহময়ী ;
আমার এ মনের ঘরের সাঁঝের বাতিতে মা
আমার এ মনের ঘরের সাঁঝের বাতিতে মা
তোর রূপেতে আমি যে বিভোর ।


আমার মন খোঁজে মা-- সদাই তোকে
ও মা আনন্দময়ী...


আমি ..., ভুলতে চাই সব গ্লানির বোঝা,
ষড় রিপুকে দে মা ভুলায়ে ;
রক্ত চন্দনে, রাঙ্গাবো পদ তোর...
রক্ত চন্দনে, রাঙ্গাবো পদ তোর...
পঞ্চজবায় দেব তোকে সাজায়ে ।


আমার মন খোঁজে মা-- সদাই তোকে
ও মা আনন্দময়ী...


( পূজো আসছে। মা আবার আসছেন। তাই এই ২০১৮ সালে শ্যামা মায়ের বন্দনায় আমার নিবেদন। আশাকরি কবি বন্ধুদের এই ছোট্ট নিবেদন মন ভরাবে। )