এখনও ফিরে আসেনি কবিতা
ফ্ল্যাটের বারান্দায় আজও গভীর রাত।


দূরে ছুটে চলা ট্রাকের আওয়াজে
প্রতিদিন আমার ভয় হয়,
রাত বারোটায় যখন গির্জার ঘণ্টা বাজে,
মন খোঁজে অজানা চিৎকার !


বিশ্বাস উবে গেছে,
শুধু ভয় হয়………


চেনা চোখে যদি আসে উল্লাস………
যদি ভরসার আঙ্গুলে  আসে হিংস্র আঁচর …………
নির্বাক চরাচর যদি দেখে বর্বরতার আস্ফালন……
ভোরের শিরোনাম যদি হয় যত্নে গড়ে ওঠা কুঁড়ি,
হয়তো নির্ভয়া রয়ে গেছে অবচেতনায়।


ভোরের আজান আনে আশার আলো
মন বলে, কবিতা মা আমার,
তুই সুস্থভাবে ফিরে আয়।


নিত্য সংগ্রাম শেষ হয় একটি আশায়
আমাদের শেষের সম্বল কবিতারা যেন নির্ভয়ে রয়।