ওহে পথিক, দাড়ায়ে কেন নির্জন পথ পাশে ?
বন্ধুর পথ, কাটিল আঁচর  যাত্রার অভিলাষে।
হতাশায় কেন ডুবিছ বাছা আজই এ ক্ষণকালে ?
বলিরেখা গুলো ভাসিছে কেন নির্দয় তব ভালে ?
কেনবা তুমি হারায়েছ পথ শঙ্কিত কায়মনে ?
এভাবে কভু মিলায়নি পথে কোন কালে বীর জনে ।
বন্ধু বানায়ে ‘বন্ধুর পথ’ দৃঢ় পায়ে ধীরে চল,
শত বাঁধা দলে দীপ্ত কণ্ঠে হুঙ্কার শুধু তোল।


পিছু হতে কেহ টানিবে তোমার ধুতির আঁচল ধরি
কেহবা আবার হইবে সাথী ডুবাইবে তব তরী ।
ঈর্ষায় কেহ দহিবে যবে কুৎসা রচিবে পাছে
সাবুত করিতে তাহা বুনিয়া চলিবে শতসহস্র মিছে ।
রুধিতে তোমার রথ কণ্টক বিছাইবে পথে
তুমি খ্যাত হবে, সবে সাধু কবে চাইবে না কোন মতে ।
কুলাঙ্গার কিছু পথে পরে রয় হানিবে আঘাত ঘারে
উচিতে না পার তব ঘার কভু বিশ্বের দরবারে ।


যুগে যুগে যারা হয়েছে মহৎ তাঁদেরও এমন হত
তাই বলে তারা এড়ায়নি কেহ বন্ধুর এই পথ ।


ঝিমায়ে পরেছ পথিক আড়মোড়া দিয়ে জাগো,
রুধিতে হইবে বাঁধা, বিধাতার কাছে শক্তি সাহস মাগো
বন্ধু বানায়ে বন্ধুর পথ বক্ষ উঁচায়ে চলো
শত বাঁধা দলে দীপ্ত কণ্ঠে হুঙ্কার শুধু তোল ।


০৩-০৯-২০১৪ ,বুধবার।  
রাত ০১:৫০