মাশরেক হতে মাগরেব পথে, ভ্রমেছি কত যে একা,
খুঁজেছি তোহায় থরে-বিথরে নাহিকো তব দেখা।
দুই গোলার্ধে ঘুরিয়া ফিরেছি, মেলেনি তোমার কায়া,
বিজন বাদারে, অতল সায়রে, কোথাও হেরিনি ছায়া।
খুঁজেছি আরও সবুজের মাঠে, যেথায় ফসল দোলে,
পাইনি তোমায় গিরিনিস্রাবে, পাইনি শৈল্ কোলে।


ছিলেনাকো তুমি সরব বাসরে, নিরব নিশুতি রাতে,
ছিলেকি তুমি সুবেহসাদিকে, নাকি রক্তিম গোধূলিতে?
মেলেছি নয়ন, পাইবো হেথায় মুক্ত গগন পানে,
পাইনিকো আমি, খুজেছি তোমায় কুসুম-কুঞ্জবনে।
বহু রজনী জেগেছি, তবু দর্শন নাহিকো ভালে,
এভাবে কতযে ছুটিয়া ফিরিব! হেরিবনা কোন কালে?
তোমায় না হেরিয়া আজি, মম চিত্ত কাঁদিয়া মরে,
তুমি কি কভু আসিবে আমার জীর্ণ কুড়ে ঘরে?


(সৃষ্টিকর্তা কে উদ্দেশ্য করে লিখা)
                       (১২-০৯-২০১৪; রাত ১২:৪০)