স্বপ্নরেখায় স্বপ্নগাঁথার গল্প কথা বলব আজি


যেই গল্পে সৃষ্টি হলো ফানের ফাণুস আড্ডাবাজি


যোথায় আছে মাস্তি ফানের আড্ডাখানা


যেথায় গেলে স্বপ্ন মোদের হবে জানা


অমোঘ মেঘের তিমির ছায়ায় ভাসলে


উনপাঁজুরে কপালবেশী ব্যক্তি সেথায় আসলে


মনের কোণে জমবে হাসি স্বপ্ন রেখার উল্লাসে


আরো আছে ছন্দে লেখা স্বপ্নে দেখা গদ্য কথা


রং-তুলিতে কল্পরেখায় ছবি আঁকা আছে যেথা


আরো আছে ঝগড়াঝাঁটি খুনসুটি আর ভালোবাসা


বাঁধন হারা মনের কথা মিশবে যেথায় প্রাণের আশা


তাইতো মোদের আড্ডাবাজি


ছুটছে দেখ তুরগ বেশে উর্ধ্বপানে


যতই তারা আঁকড়ে ধরুক


ফিরব না আর পিছন পানে!