হঠাত মনে শখ জাগিল কবি হওয়ার
শব্দ দিয়ে ছন্দ গেঁথে কাব্য লিখার
হঠাত করেই ধ্যান জাগিল, খেয়াল চাপিল অবুঝ মনে!
হবোই কবি পণ করেছি বেহুশ জ্ঞানে
গড়তে হলে শব্দ দিয়ে ছন্দগাঁথা
লিখতে হলে ছন্দ দিয়ে পদ্য কথা
ভাবনা আমার ভাবতে হবে
রংতুলিতে আঁকতে হবে,
দেখতে হবে ইচ্ছেমতো স্বপ্ন যত
ছন্নছাড়া শব্দ দিয়ে ভালোর সাথে মন্দ দিয়ে লিখতে হবে কাব্য শত
.
কিন্তু সে কি যেই বেলাতে শব্দ দিয়ে ছন্দ গেঁথে কাব্য আমি লিখতে যাবো
যেই বেলাতে আকাশছোঁয়া স্বপ্ন ছোঁবো
সেই বেলাতে হঠাৎ দেখি কাব্য আমি লিখতে নারে
শব্দেরা সব এদিক-সেদিক যাচ্ছে উড়ে
যতই খুশি যাক না দূরে
ইচ্ছে হলে সময়মতো বাঁধবো ওদের আমার ঘরে
কিন্তু যে না শব্দরা সব ছন্নছাড়া
গড়বো আমি ছন্দ কিসে শব্দরা যে আমার হাতে দেয় না ধরা
.
অমনি হঠাৎ পড়লো মনে,
স্বপ্নপুরীর 'শব্দসাগড়' ভাসলো যে মোর দুই নয়নে!
সেই সাগরে শব্দেরা সব দলবেঁধে
ছন্দ গাঁথে, ছন্দে মাতে, একসাথে সব পদ্য হয়ে ঘর বাঁধে!
.
তখন হঠাৎ মোর, স্বপ্নেরা ইচ্ছেরা একসাথে মিললো
সবে মিলে একহয়ে ছুঁটে এসে বললো,
তোর মনে কবি হওয়ার ইচ্ছে যে খুব
তবে শোন, সে সাগড়ে দিতে হবে ডুব
গোলকধাঁধার মতো সকল বাঁধা,
পাড়ি দিয়ে সব
যেইক্ষণে মনে মনে দিতে যাবো ডুব
তখন হঠাত একি, পিছনে তাকিয়ে দেখি
.
সব গুরুজন ডাকল আমায় বলল মোরে
শব্দসাগর যাসনেরে তুই
ঐ সাগরে ডুব দিলে আর
উঠতে পারা হবে না সই
ধ্যাত্তরি ছাঁই ছাতার মাথা
যেমনি আছি তেমনি ভালো
লিখবো না আর কাব্য কথা
শখ যে ছিলো, সাধ মিটিলো কবি হওয়ার
ইচ্ছেরা সব ধুম পালালো, এদিক ফিরে দেখবোনা আর!