"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই মন্ত্র বুকে নিয়ে,
জীবন মরণ বাজী রেখে অন্তরীক্ষে যাই ধেয়ে।
আমরা  রাখি দেশকে মুক্ত শত্রুর কবল থেকে,
সবার উপরে দেশ, এই চিন্তা মাথায় রেখে।
দিবারাত্রি সারাক্ষণ রাখি দেশকে পাহারায়,
জীবন দিতেও পারি, দেশের সার্বভৌমত্ব রক্ষায়।
মুক্তিযুদ্ধে আমাদের আছে বিশেষ অবদান।
পালিয়ে এসেও দেশের জন্য জীবন করেছি দান।
তিনটি বিমানের কিলো ফ্লাইটে যাত্রাশুরু করে,
আমরা এখন শক্তিশালী, আধুনিক বিমান বাহিনী গড়ে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা দ্রুত এগিয়ে যাই,
দুর্যোগে আটক লোক উদ্ধারে আমাদের জুড়ি নাই।
আভ্যন্তরীণ গোলযোগ মোকাবিলায় আমরা সোচ্চার।
আপোষ করিতে মিথ্যার কাছে কখনো মানিনি হার।
শিক্ষা প্রসারে আমরা গড়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,
আধুনিক প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন করেছি শিক্ষার মান।
জাতিসংঘ শান্তিরক্ষায় আমরা রাখি গুরত্বপূর্ণ ভুমিকা,
বিদেশ গিয়েও গোলযোগ মিটিয়ে করি শান্তিরক্ষা।
যুগের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাই।
সার্বভৌমত্ব রক্ষায় জলে, স্থলে, অন্তরীক্ষে থাকি সর্বদাই।
আমরা দুঃসাহসিক, আমরা নির্ভীক, আমাদের মনোবল শক্ত,
দেশ রক্ষায় মানিবনা হার, থাকিতে এক ফোঁটা রক্ত।