বাংলাদেশে এখন চলছে লগডাউন,
করোনার প্রতিরোধী নিয়ম-কানুন
আমাদের সকলের মানতে হবে,
তবেই না করোনা বিদায় হবে।
সবাইকে হতে হবে সচেতন,
বাইরে যাবে যখন জরুরি প্রয়োজন
ঘরের সবাইকে থাকতে হবে,
যতক্ষণ করোনা দেশে থাকবে।
লকডাউন যদিও ছেড়ে দেয়,
কেউ যেন অযথা বাইরে না যায়,
মনে রেখ কিছু লোক লকডাউনে
বের হয়েছে জরুরি প্রয়োজনে,
করোনা কিন্তু প্রয়োজন বোঝে না,
সামনে যাকে পায় তাকেই দেয় হানা।
লকডাউনেই করোনা শেষ হবে না,
এই কথা সবার থাকতে হবে জানা।
যদিও তখন যেতে নিষেধ থাকবে না,
নিজের নিরাপত্তা রক্ষায় কেউ যাবে না।
আমাদের চিন্তা করে সকল বাহিনী
পরিশ্রম করে ঝরাচ্ছে গায়ের পানি।
রাস্তায় রাস্তায় ঘুরে আজ তারা
দেখছে অযথা বাহির হচ্ছে কারা।
তাদেরকে বুঝিয়ে ফেরাচ্ছে ঘরে
ভুল বুঝতে পেরে তারাও যাচ্ছে ফিরে।
গাড়ি চালকেরাও আজ খুবই সচেতন,
চলাচল বন্ধ রেখেছে সকল যানবাহন।
কে বলে বাঙালী  নিয়ম মানে না,
দেশের চিত্রতো সেকথা বলে না।
বেশির ভাগ লোক মানছে নিয়মকানুন,
সামান্য কিছু করছে নিয়ম লঙ্ঘন।
সবার মাঝে কিছু খারাপ লোক থেকে যায়,
তাদের জন্যই দেশে পুলিশ নামাতে হয়।
সবাই মিলে দোয়া করে চাইব পানাহ,
করোনা থেকে মুক্তি যেন দেন আল্লাহ
হে আল্লাহ! তুমি করো রহমত,
সকল লোককে তুমি করো হেফাজত।