জ্ঞানীজনে বলে গেছে,
"আলেয়ার পিছে পিছে
এ জীবন কাটালে মিছে।"


ঘুষের টাকায় তৈরি করলে আলিশান এক বাড়ি,
আরো কিনলে দামি গাড়ি, বউয়ের রেশমি শাড়ি।
ছেলে মেয়েকে করলে তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি,
বাপের টাকায় নেশায় পড়ে করছে তারা ফুর্তি।
সুদের টাকায় গড়লে যখন বিশাল টাকার পাহাড়,
গরীব দুঃখীর সম্পদ খেয়ে করলে তুমি সাবাড়।
দেশের কাজের চুক্তি নিয়ে করলে  টাকা চুরি,
দেশকে ঠকিয়ে তুমি মোটা করলে ভুড়ি।
থাকলে তুমি, মদ, গাজা, নারীর  নেশায় পড়ে।
কখনো কি ভাবছো সবাই, যেতে হবে মরে?
কোটি টাকার পাহাড় গড়ে যদিওবা হও ধন্য,
নিশ্বাসটুকু ফুরিয়ে গেলেই সব হবে যে শূন্য।
বিচার যখন শুরু হবে, পাপের কেউ নিবেনা ভাগ,
পাপের টাকা হবে তখন অগ্নি, বিচ্ছু আর নাগ।
সময় থাকতে এসো সবাই সৎ পথে চলি,
মনের মাঝে অসৎ চিন্তা  সব করে দেই বলী।