ঈদের আনন্দ করতে এসেছি মোদের ছোট্ট গ্রামে,
সবার সাথে কাটছে সময় মহা ধুম ধামে।
গায়ের স্বজনদের দেখলে মন হয় আনন্দে আল্পুত,
মনের মাঝে ভেসে ওঠে অতীতের স্মৃতি শত শত।
মনে পড়ে, ছোট্ট বেলায় ঈদের আগে সন্ধ্যায়,
ইফতার ভালভাবে করতে পারিনি চাঁদ দেখার চিন্তায়।
পাড়ার যত ছেলে, মেয়ে, জোয়ান, বুড়ো মিলে,
আল্লাহ আকবার, তাকবির দিতাম ঈদের চাঁদ উঠিলে।
চান রাত্রিতে মেহেদি লাগিয়েছি সারা রাত জেগে,
রাত অনেক হলো, একটু ঘুমাও, মা বলতেন রেগে।
সকাল হতে না হতেই সবার শুরু হত হাকডাক,
গোসল করতে যাব সবাই তাড়াতাড়ি জাগ।
নদীর ধারে পাড়ার সবাই পানি ছুড়াছুড়ি করে,
সাবান দিয়ে গোসল করেছি অনেক সময় ধরে।
ছোট বড় সবাই নামাজ পড়েছি চাদর বিছিয়ে ঈদগাহে,
নামাজ শেষে কোলাকুলি করেছি অতিব উতসাহে।
ঈদের মেলায় কিনে খেয়েছি দুই টাকার রসমনি,
আরও কিনেছি কাগজের ফুল, বেলুন আর ঝুনঝুনি।
এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে সময় করেছি পার,
বিকাল হলেই সবাই যেটাম ঘুরতে যমুনার ধার।
সারাটা দিন কাটাতাম মোরা কতই না মজা করে।
ভুলিতে পারি না সেদিনের কথা, বারবার মনে পড়ে।