প্রবাসী বাংলাদেশি,
জীবিকার তাগিদে যাও তোমরা বিদেশ,
বাপের সম্পত্তি সব করে দিয়ে শেষ।
বুকে উপর চাপিয়ে এক কষ্টের পাথর,
মোটা টাকার স্বপ্ন নিয়ে বুকের ভিতর।
হবে তুমি স্বাবলম্বী, ঘুচবে বেকারত্ব,
পরিবারের সকল দৈন্যতা করতে মুক্ত।
করবে কত পরিশ্রম, কামাবে টাকা,
সুখপাখির মুখটি তুমি পাবে দেখা।
জীবনের সব চাইতে মুল্যবান সময়,
বিদেশে কাজ করতেই হারিয়ে যায়।
দেশেও কমে যায় বেকারত্বের চাপ,
আর্থিকভাবেও দেশ এগিয়ে যায় ধাপ।
তোমার টাকায় ফুর্তি করে স্ত্রী, পুত্র, কন্যা,
টাকা পেয়ে তাদের মনে বয় খুশির বন্যা।
অথচ সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে,
নিঃসঙ্গ এক অসহায় জীবন তোমার কাটে।
তারপরও তুমি খুশি হও একটি কথা ভেবে,
আমার কষ্টের বিনিময়ে পরিবার সুখ পাবে।
সংসারের সুখের জন্য তোমরা কষ্ট কর ভাই,
তোমাদের এই অবদান জন্য অভিবাদন জানাই।