আমার পোশাক আমি পরি যেমন ইচ্ছা তাই,
পোশাক নিয়ে কাঁদা ছুঁড়াছুঁড়ি বাংলার রীতিতে নাই।
পোশাক পরার স্বাধীনতা সকল লোকের আছে।
যার যেমন ভালো লাগে সে সেরকম পোশাক পরেই নাচে।
হিন্দু পুরুষ পরে ধুতি কোচা, নারীরা পরে শাড়ি।
মুসলিম সমাজ পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ায় সারি সারি।
বৌদ্ধ সাধুরা হলুদ ধুতি পরে এটাই তাদের রীতি,
সবাই পরে প্রিয় পোশাক যার যেমন পোশাক প্রীতি।
কেউ কাউকে দেয়নি বাঁধা পরতে প্রিয় পোশাক।
যার যার পোশাক সেই পরবে কার কি আসে যাক।
পোশাকের স্বাধীনতা আছে বলেই কি বিবেক হারিয়ে গেছে।
আমরা বাঙ্গালী আমাদের একটি পোশাক সংস্কৃতি আছে।
যেখানে সেখানে ইচ্ছা হলে সব পোশাক পরা যায় না,
শালীন পোশাক পরিলে কারো মর্যাদা হারায় না।
স্বাধীন দেশের নাগরিক আমরা পোশাকের স্বাধীনতা চাই।
কিন্তু নিজের সম্মান রক্ষা করিতে শালীন পোশাকের বিকল্প নাই।