অদৃশ্য এক অনুজীব এলো দুনিয়ায়,
মৃত্যুর  ভয়ে সবাই তারে দুরে সরায়।
যাকে ধরেছে এই ভয়ংকর  ভাইরাস,
ঘৃণায় সবাই তখন তাকে করেছে পাশ।
অসহায় জীবন তখন সে করেছে পার,
মরণপণ যুদ্ধ করে, কেটেছে সময় তার।
কেউ হেরেছে, ছেড়ে গেছে স্বপ্নের পৃথিবী,
কেউবা শেষে জিতে, গড়েছে নতুন ছবি।
কেউ ভেবেছে, সে বীর করোনায় ধরবে না,
ইচ্ছেমতো চলবে, নিয়মকানুন মানবেনা।
ঘুরে বেড়াতে তাদের নেই কোন জুড়ি,
সুযোগ পেয়ে করোনা তাদের ধরেছে  মুড়ি।
সমাজের মাঝে থাকতে গিয়ে আমি ও ভুক্তভোগী,
তাদের অবহেলা করে, আজ আমিই করোনা রোগী।
পরিণাম কেউ কিছু জানিনা, কখন যে কি হয়,
সাবধানতায় হারবে করোনা, তাই নেই কোন ভয়।!
আল্লাহর কাছে দয়া চাইব, চাইব হেফাজত,
হে আল্লাহ! তুমি রক্ষা করিও, করিও রহমত।