এক বনে ছিল এক বাঘ,
সে ছিল বনের রাজা।
একটি শিকার ধরতে গিয়ে
ভাংলো তাহার মাজা।
এক জায়গায় থাকে বসে,
খাবার কিছু নাই।
কান্না কাটি করে বলে,
একটু খাবার চাই।
কে শোনে কার কথা,
সবাই থাকে দূরে।
কাছে গেলেই যদি তাকে
খেয়ে ফেলে ছিড়ে।
না খেয়ে থাকতে থাকতে
একদিন সকাল বেলা,
ক্ষমতাসীন রাজা মশায়ের
শেষ হলো জীবন খেলা।
সবাই খুশি এখন তাদের
আনন্দের নাই শেষ,
কিন্তু বনের রাজা ছাড়া
কেমনে চলবে দেশ?
সবাই তখন মিটিং ডেকে
বসল একটি মাঠে,
রাজা হবার ফন্দি সবাই
মনে মনে আটে।
শিয়াল বলে, সবাই আমায়
জ্ঞানী বলেই জানে
আমি রাজা হলে সবাই
চলবে আমায় মেনে।
বানর বলে, তুমি শুধু
জান হুক্কাহুয়া
রাজা হবার স্বপ্ন তোমার
পুরোটাই ভুয়া।
ভাবে সবাই অঙ্গেভঙ্গে
আমি অর্ধেক নর।
রাজ্যের যত দায়িত্বভার
থাকবে আমার উপর।
বিড়াল বলে, তুই করিস
লাফিয়ে লাফিয়ে খেলা
বনের রাজা হলে সবাই
করবে অবহেলা।
বাঘ যখন মরেই গেল
আমি তার মাসি।
রাজা আমি হলে সবাই
থাকবে হাসি খুশী।
নিজের পক্ষে যোগ্যতা সবাই
করলো উপস্থাপন।
সবাই নিজে অলংকিত
করতে রাজার আসন।
হঠাৎ উঠলো উচ্চ সরে
হালুম বলে ডাক
পালায় সবাই রাজা হবার
মিটছে তাদের শখ।
রাজা হতে চেয়ে সবার
কত জল্পকল্প সাজা,
পালিয়ে গেল সবাই এখন
বাঘই আসল রাজা।