রূপসী বাংলা মা,
শুধু তোমার জন্য যুদ্ধ করেছে বাংলার  দামাল ছেলেরা,
প্রাণ দিয়েছে তাগড়া যুবক আবাল বৃদ্ধ বনিতা।
বাড়ি ছেড়েছে হাজার পরিবার, নিঃস্ব হয়েছে তারা।
শ্লীলতাহানি হয়েছে দেশের হাজার বীরঙ্গনা।
গুলির আঘাতে খালি হয়েছে লক্ষ মায়ের কোল,
পুড়িয়ে খালি করেছে বাংলার কৃষকের ডোল।
১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে যুদ্ধের পরাজয়,
তখন থেকে বাংলার মানুষ স্বাধীনতা হারায়।
বাংলার মাটি দখল করে ইংরেজরা এসে,
তাদের রুখতে বাংগালী বীর যুদ্ধ করেছে এই দেশে।
গুলি সামনে বুক পেতেছে প্রাণের মায়া ছেড়ে,
অকাতরে প্রাণ দিয়েছে তারা দেশের মায়ায় পড়ে।
পালিয়েছে ইংরেজ দখল করেছে দেশ পাকিস্তানি হানাদার,
সারা দেশ জুড়ে চালিয়েছে তারা ধ্বংসযজ্ঞ কারবার।
বাংলাদেশের বীর বাঙ্গালী তাদের কাছে মানেনি হার,
দেশের বিপদে দিয়েছিল তারা প্রাণের মায়া ছাড়।
ছিনিয়ে এনেছে বাংলার স্বাধীনতা ভেগেছে শত্রু সেনা,
তাদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশটা কেনা।