পাবনা জেলার বেড়া থানা যমুনা নদীর পাশে,
বসত করে সরল মানুষ গ্রামকে ভালবেসে।
এই থানারই দক্ষ কৃষক অতিব যত্ন করে,
নানা রকম ফসল ফলায় সারা বছর ভরে।
তাঁতিরা কঠিন ধৈর্য্য ধরে রঙ্গিন কাপড় বোনে,
তাদের তৈরি কাপড় পড়লেই ফুর্তি জাগে মনে।
নদীর মাছ ধরে জেলে আনন্দে গায় গান,
সুস্বাধু মাছ খেয়ে লোকে তৃপ্ত করে প্রাণ।
বিভিন্ন পেশায় কাজ করে, ধর্ম যেটাই হোক,
সুখ দুঃখে পাশে থাকে, গ্রামের সব লোক।
কৃষক, শ্রমিক, জেলে তাঁতী, সবাই ভাই ভাই,
আমাদের মাঝে ধনী গরীব ধর্মের বিভেদ নাই।
একসাথে বসত করি সবাই মিলেমিশে থাকি,
বিপদ আপদে আমরা সবাই একে অপরকে দেখি।
অন্যের সুখে সুখি হই অপরের দুঃখে মরি,
এসো আমরা সবাই মিলে এক স্বর্গ নগর গড়ি।