বর্ষার বিদায়ে এসেছে শরত, পানিতে পড়েছে ভাটা,
গগন জুরে নীল আর নীল মাঝে মাঝে সাদা ছিটা।
একলা উদাসী মনে, চেয়ে গগন পানে, ভাবনায় ডুবে,
ভাবিতেছি, বারে বারে বদলায় রুপ, রঙ্গিলা এই ভবে।
কাঁশফুলের শুভ্র ছোয়া সবার হৃদয়ে দেয় দোলা,
ছুটিতে চায় মন, সাথে নিয়ে প্রিয়জন, হয়ে আত্বভোলা।
বিলের জলে শাপলা ফুটেছে, গাছে শেফালী, শিউলি,
নানান ফুলের সোভায় মুগ্ধ, আকুল করেছে বেলী।
ধান তরুণীরা সেজেছে প্রসুতি পেটে নিয়ে শীষ,
মৃদু হাওয়া এসে বারে বারে তারে করছে আশীষ।
ব্যঙেরা সব শাপলা পাতায় বসিয়ে গল্পের আসর,
সুখে দুঃখের গল্প করে কাটাচ্ছে তারা অবসর।
নদীর স্রোতে জল, করে কলকল, চলছে সাগর পানে,
ঝাঁকে ঝাঁকে মাছ, সাঁতরে আশপাশ, চলছে স্রোতের টানে।
দামাল ছেলেরা আনন্দ উল্লাসে করছে নৌকা বাইজ,
হাজারো লোকে পাল্লা দেখিতে জমায়েত হয়েছে আইজ।
রাতের আকাশে উঠছে শশী রুপের হাসি হেসে,
রুপসী বাংলা সেজেছে আজ রুপোলী রাণী বেশে।