সতী নারী' এই শব্দটা যে কত বড় মর্যাদার,
বুঝত যদি নারীরা আজ লাঞ্চিত হত না আর। বেহায়াপনা ছেড়ে নিজেকে রাখত পর্দায়,
শালীনভাবে চলত নিজের সতীত্ব রক্ষায়।
বাংলাদেশের বহু নারী মনে মনে ভাবে,
পর্দা করে কেন সে আজ আনস্মার্ট হবে?
এখন কি আর এদেশে সেই আগের দিন আছে?
বোরকা পড়ে থাকবে সে এক বৃদ্ধ বুড়ির বেশে।
তাহলে কি আর আজ থাকবে তার প্রেস্টিজ,
মনের মাঝে বপন করে এইসব কুচিন্তার বীজ।
প্রেম একটা করতে হবে যেমন করেই হউক,
বাবা মায়ের মানসম্মান ধুলায় মিশে যাউক।
বোঝে না সে কত বড় ক্ষতি করছে তার,
অপকর্মের জন্য তখন সে পাবে না নিস্তার।
কলংক একটা রটলে, জীবন হবে পঙ্কময়,
বিষিয়ে উঠবে জীবন, হবে তিলে তিলে ক্ষয়।
জীবনে সুখ পেতে, সতী হও মা ফাতেমার মতো,
জীবন হবে স্বর্গময়, স্বামী পাবে মনের মতো।