ঈদ নিয়ে আসে হৃদয়ে আনন্দের ঝংকার,
পড়নে থাকে নয়া পোশাক আর গায়ে অলংকার।
মনে পড়ে, আজি হতে কয়েক বছর আগে,
ঈদের আগে আনন্দে মনে নতুন অনুভূতি জাগে।
বাবার সাথে বাজারে গিয়ে বানাতে দিতাম জামা,
নতুন পোশাক কিনে দিত আমার বড় মামা।
সেই সময়ে সবার হাতে মোবাইল ছিল না তাই,
আশায় থাকতাম এই বুঝি মোর আসছে বড় ভাই।
পথের পানে চেয়ে থাকতাম আসবে বড় বোন,
হাজারো গল্প তার মনে বলতো, তোরা শোন।
জায়গার অভাবে ঘরের মেঝেতে শুতাম বিছানা পেতে,
জটলা বেধে মনের আনন্দে উঠতাম গল্পে মেতে।
বিকালবেলা দলবেঁধে সব বেড়াতাম নদীর তীরে,
অনেক সময় ঘুরে বেড়িয়ে, সন্ধ্যায় আসতাম ফিরে।
ঈদের আগের দিন চাঁদ দেখতে মাঠে যেতাম সবাই,
খালি চোখে চাঁদ দেখলে সবার খুশির সীমা নাই,
একজন চাঁদ দেখতে পেলে পড়ে যেত ভীড়,
আল্লাহ আকবার বলে আনন্দে সবাই দিতাম তাকবীর।
চান রাত্রিতে মেন্দি নেয়ার পড়ে যেত ধুম,
গল্পগুজব আর মেন্দি নিতে হারাম হতো ঘুম।
সকালবেলা বাবার সাথে ছোট বড় সবাই,
নতুন সাবান নিয়ে ঘাটে গোসল করতে যাই।
বিছানার একটা চাদর নিয়ে যেতাম ঈদগাহ মাঠে,
লম্বা করে বিছিয়ে দিতাম যেন সবাই আটে।
নামাজ শেষে ঘুরে ঘুরে যেতাম বন্ধুর বাড়ি,
পাড়ার মেয়েরা সেজে গুজে পড়তো নতুন শাড়ি।
আনন্দেতে সবাই মিলে ঘুরতাম মাঠে ঘাটে,
আনন্দ ফুর্তি করেই মোদের সারাটা দিন কাটে।
সেসব দিন জীবন থেকে হারিয়ে গেছে ভাই,
বাবা, মা আর প্রিয় বড় ভাই এই দুনিয়ায় নাই।