আমরা সৈনিক,  আমরা নির্ভীক, আমরা করিনা ভয়,
স্বদেশের তরে জীবন দিয়েও করব মোরা জয়।
আমরা রাখিব দেশকে মুক্ত শত্রুর কবল থেকে,
আমরা রাখিব দেশের মানচিত্র বুকের মাঝে একে।
দেশের বিপদে আমরা রাখিব অগ্রনী ভুমিকা।
শত আঘাতে, শত বিপদেও মোরা হবনা পিছপা।
প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পূরণে আমরা এগিয়ে যাই।
সততার সাথে কাজ করিতে আমাদের জুড়ি নাই।
আমরা গড়ি দেশের রাস্তা, ব্রিজ ও কালভার্ট,
আমাদের কাজের মাঝে থাকে ভিন্ন রকম আর্ট।
দেশের সংকট করিতে মুক্ত আমরা থাকি মাঠে,
দেশের সুনাম সমুন্নত রাখতে জীবন দেই অকপটে।
শুধু দেশেই নয়, আমরা থাকি সারা বিশ্ব জুড়ে,
করি মীমাংসা অন্তর্দ্বন্দ বিদেশেও ঘুরে ঘুরে।
আমরা শক্তি, আমরা বল, আমাদের আছে একতা,
জীবন দিয়েও রক্ষা করিব দেশের স্বাধীনতা।


আমার এই কবিতাটি বাংলাদেশের অকুতোভয় দুঃসাহসী সৈনিকদের সম্মানে লেখা।