ভালো লাগার আবেগ যখন
উথলে ওঠে বুকে,
ভ্রান্ত নেশা প্রিয় লাগে
রঙ্গিন চোখে মুখে ।
প্রেমের নেশায় পাগল হয়ে
ছোটে এলোমেলো,
প্রতিক্ষায় প্রহর গনে,
এই বুঝি সে এলো।
ভাল-মন্দ না বুঝে তাই
রমনীদের পিছে,
জীবন গড়ার স্বপ্ন ছেড়ে
সময় কাটায় মিছে।
প্রেম নামক মরিচিকার
পিছে ছুটে হায়,
অকালে বহু ছেলের
জীবন চলে যায়।
বিপথগামী হয়ে যায়
কতযে মায়ের  ছেলে,
আসামি হয়ে তখন
জীবন কাটায় জেলে।
বিয়ের আগে প্রেম যে
ডাঙ্গায় সাঁতার কাটার মত,
একথাটা বুঝতে নারাজ
মন যে আবেগরত।
মানসম্মান সব খোয়ায়ে
যখন ফেরে হুস
কাঁদতে তখন দিন চলে যায়
জীবন হলো তুষ।