::: রহস্যভেদ :::


কখনোই রাগ করোনি তুমি।
কি অদ্ভুত!!
রাগ কিংবা অনুরাগ
কিংবা বিরাগ
অভিমান,  যা-ই বলি
কিছুই ছুঁতে পারেনি তোমায়,
মেয়ে মানুষ এমন হয় কি করে?
তুমি হেসেই দিতে উত্তর
বলতেনা কিছুই।
ঠোঁটের দু কোণায় লেগে থাকা
সে হাসির রহস্যভেদ
হয়নি আজও।  
আজ তুমি নেই
একা একা হাসি আমি।
কখনো বা কাঁদিও।
না না আমি পাগল নই।
জগতের রহস্যভেদ করতে পারিনা দেখেই হাসি। আর পারলেও হাসতাম।
কি জানি হয়তো চলে যাবে বলেই কিনা হেসেছিলে সে রহস্যময় হাসি!!!