বাবা, আজ তোমাকে বেশী করে পড়ছে মনে
মেলায় সেই পুতুলখানি চেয়েছিলাম ভীষণ জেদে
মনে হয় দাম ছিল বেশী তোমার কাছে,
তাই তুমি বারবার আমাকে আকাশে রামধনুর রং দেখতে বলেছ
ঝর্ণার জলের শব্দ শুনতে বলেছ,
কিন্তু আমায় ঐসবেতে ছিলনা শখ।
আমি বারবার চেয়েছি সেই পুতুলখানি।
স্পষ্ট মনে পড়ে তোমার অসহায় সেদিনের মুখখানি,
আমার ঋজু জেদে , তোমার অসহায় ব্যক্ত শব্দ
সব যেন আমার কাছে ছিলো স্বপ্ন ।
জানো বাবা আজ আমার সন্তানকে দিয়েছি কিনে-
সেই স্বপ্নের পুতুলখানি,
কেননা তুমি আমাকে চাপা কান্না দিয়ে বড় করেছ,
তুমি আমাকে আমার মতো গড়তে দিয়েছ ।
আজ তোমার হাত না ধরে আমি এই শহরে ব্যস্ততায় আছি ।
বাবা, তুমি ঐদিন কিনে দাওনি বলে
আমি আজ তোমার থেকে অনেক দূরে আছি ।


তুমি ঐদিন কিনে দাউনি বলে-
আমার মতামতকে কোনদিন অবহেলা করনি।
জানো বাবা, আমি আবার ছোট হতে চাই-
তোমার হাত ধরে আরও শিখতে চাই-
সেই তোমার প্রিয় কাঠগুলাচি ফুলের গন্ধ
সেই তোমার রামধনুর রং
সবকিছু তোমার হাতধরে আনন্দ নিতে চাই.......বাবা।