জানলার কাছে বসে আছি।
কানে আসছে লোপামুদ্রার গান-
"হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি..."
প্রাণে পাই জীবনানন্দের টান।
মনের ধূসর জগতের মাঝে
খুঁজে পাই এক সরস মরূদ্যান,
বুঝি আনন্দের কেন জীবন,
আনন্দের কেন প্রাণ।


অনুভব করি হৃদস্পন্দন,
চোখে ভাসে এক ছবি-
চিনতে পারিনা তাকে
তার কথা মনে ভাবি।


শ্রাবস্তীর কারুকার্য আমি দেখিনি-
দেখলাম অচেনা ওই মুখ,
মোহময়ী নয়, অতি সাধারণ-
পাখির নীড়ের মতো চোখ।