আমার নিশুতি রাতে পিশাচের আনাগোনা নেই,
শেয়াল ডাকে না কোনোখানে,
শুধু শীতল নির্জনতার গভীর আলিঙ্গন আছে।
গাঢ় অন্ধকার ধেয়ে আসে বাসুকির ফণার মত-
কম্পমান চৈতন্য শীতঘুমে যাবার আগে
শেষবারের মত আশাবাদী হয়,
তারপর আর কিছু নেই, তুষারযুগ নেমে আসে।।