একটি ফুল চাই—
পেলে— একটি কবিতা লিখবো।
ঠিক তোমার মতো
য্যামন, কোহিনুর!


একটি ফুল চাই—
পেলে— আমি হারিয়ে যাবো।
এই মাঠ, আলপথ, অঘ্রাণের সরষেখেত ছেড়ে
চলে যাবো বহুদূর!


একটি ফুল চাই—
পেলে— একটি ছবি আঁকবো।
মূলত, পৌষের বিকেল
ক্রান্তীয় রোদ্দুর!


একটি ফুল চাই—
মূলত, একটি সন্ধ্যামালতী।
একটি ফুল পেলে—
ভুল করে মুছে ফেলবো মানচিত্র!