প্রিয় ও তার নীল চোখজোড়া—
দেহ ও তার মনের এন্টিজেন!
প্রিয়তমা, মোর—
তুমি নাকি এলিয়েন?


মোহ ও তার প্রেম বিনিময়—
চারু ও তার (প্রেম) সুকুমার!
প্রিয়তমা, মোর—
প্রনয় নাকি ভালোবাসার টিউমার?


নীল ও তার ঠিক কাছাকাছি—
জল ও তার জোছনার মিল!
প্রিয়তমা, মোর—
হেঁকে যাও নাকি রঙের তফসিল?


সুতো ও তার মতো রঙধনু—
সুচ ও তার টানে হও মমি!
প্রিয়তমা, মোর—
তুমি এ জীবনের অ্যাস্ট্রনমি?