পালিয়ে যাবো
দেখো তোমার সাথেই পালিয়ে যাবো
ছদ্ম বেশিতে পালিয়ে যাবো
তোমার হাতটি ধরে
তোমার ইচ্ছে তেই পালিয়ে যাবো
তুমি যেথায় নিয়ে যাবে ৷৷


আমি তো রোজই হারিয়ে যাই
তোমার সনে, দূর দেশে
যেথায় তুমি আমি, শুধুই তুমি আমি
কোন জন - মানব শূন্য গ্রামে
মেঠৌ পথে হাটছি দুজন স্বপ্ন পূরনের নেশাতে ৷


হঠাৎ থেমে যাবো
পেয়ে গেছি আমাদের গ্রাম
তুমি আমি মিলে যে গ্রাম, ভালোবাসায় ৷


তোমার কল্পনায় সাজাবো আমাদের গ্রাম
একটি ঘর, কুঁড়ে ঘর
ছন পাতা আর খড় - কুঠাতে তৈরী
দু - জন হারিয়ে যাবো কল্পনার রাজ্যে
ঘরের পাশে একটি ফুলের বাগান
মৌ-মাছি আর প্রজাপতির খেলা হবে
গোধুলি লগনে সূর্যের ডুবে যাওয়া দেখবো দুজন মিলে
একটি পুকুর ঘাট
পূর্ণিমা রাতে, চাঁদের সাথে আমার তোমার সখা
চাঁদ জাগবে সারা রাত, আমি তুমিও জাগবো
চাঁদের রূপালি আলোতে ভিজবো
তোমার কোলে মাথা রেখে, তোমার বায়নাতে একটি কবিতা
আমি যে গান গাইতে পারি না
তুমি কবিতাই শুনো, কবিতা তো তুমি চেয়েছিলে একদিন ৷


কবিতা,সেতো প্রানের কথা আর হৃদয়ের আকুতি
আমি কবিতাই লিখবো তোমায় নিয়ে
বেঁচে থাকবে তুমি
আমার কবিতা আর ছন্দের অন্ত মিলে
আমি ছুটে বেড়াই, আবার তোমাতেই আটকে যাই
আমার সকল ভাবনা যে তোমায় ঘিরে ৷


আমি পালিয়ে যাবো
ঐ দূর দেশে, তোমার হাতটি ধরে
শেষ ট্রেনের, শেষ টিকিটে
তুমি কি যাবে পালিয়ে আমায় নিয়ে ?