ভাবিনি শেষটা এমন হবে
দুটি মন কাছে এসে দূরে কোথাও হারিয়ে যাবে
ভাবিনি জীবনটা এভাবেই থমকে যাবে
যেখানে চলতে শুরু সেখানেই বিলীন হবে।


চারদিকে শুধু মাতাল কলরব
একই নিশ্বাস দেয়াল রেখেছে আটকে
যেনো কুসুম ফুটে বাইরে বেরিয়ে
পৃথিবী দেখার সুযোগ নেই।


নীলাদ্রি রূপম খামে
লিখা অবাক চোখের কথা
কখনো সময় পেলে পড়ো
কতটা একাকীত্বের ব্যথা।


আবার সতেজতা এলে জোনাকির আলোয়
জানালা ভেঙে দু'হাতের মধ্যে খুঁজি তোমার স্পর্শ
তোমার কাঁধে আবার মাথা রেখে
ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে চাই....


ভাবিনি শেষটা এমন হবে
সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে
আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়ায়
তাই নিজেকেই খুঁজে যাই।