অনেক দিন পর বগলতলে করে কিছু শব্দ কুড়িয়ে নিয়ে এসেছি।
মস্তিষ্কের বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক যিনি,
তার কাছে মনুষ্যত্ব বেচে কিনে উন্মাদ হয়ে পথের অন্তিমা সীমারেখা বরাবর ধাঁই ধাঁই করে ছুটে চলে গেছে নিষ্পাপ ধার্মিক খোলস পরা মনুষ্য।
ধবধবে সাদা মেঘের সাথে নিকৃষ্ট কালো মিশে অন্ধত্ব বিস্তার করে সততার।
আজ চোখ জুড়ে বিস্তৃত হতাশার আর্তচিৎকার।
কানে বাজে বোবাকান্না আর লোভ লালসার তৃপ্তি বিষাদচূড়ায়।