আমি এই লুকোচুরি খেলায়
নেমেছি মিথ্যে অভিনয়ে।
ভুল কোনো পথের বাঁকে
দেখিছি একলা নির্জনে।
আমি সব ভুলে শুধু ছুটেছি
পিছু ডেকেছি সব নিয়ম ভেঙে।
তুই দেখেও চলে গেলি
একলা করে আমাকে।


ধুলোমাখা পথের শেষ ঠিকানা
জানে না সে কোথায় আছে।
খুঁজে ফিরে পাবে নাকি
তবুও কেনো ছুটে পথে।
স্বপ্ন গুলো দিক হারিয়ে
যাযাবর হয়ে উরে যায় দূরে।
তবুও আমি চেয়ে থাকি
ধুলোপড়া সেই পথের বাঁকে।