রক্তাক্ত জখম দু'হাতে চেপে ঢেকে অন্তিম যৌনতৃপ্তি নিয়ে নুয়ে পড়ে মনুষ্যত্ব দেবতার পিশাচ
তীব্র ঝাপটা দিয়ে ঝেড়ে ফেলে নষ্ট তরল পদার্থ
পরিশেষে গঙ্গাপূজা করে শুদ্ধি মুখোশে ঢেকে ফেলে নিজেকে
সমাজে তাদের গুণগান প্রশংসা করে কিছু আদিত্য সমাচালক।
মনুষ্য দেবতার পদতলে বসে তার পায়ের ধুলা ললাটে লাগিয়ে ধন্য মনে করে সমাজ
মৃগেল মাছের মতো হা করে চেয়ে থাকে,কখন সে অন্ন বস্ত্র  দিবে
দুহাত পেতে প্রার্থনায় লুটিয়ে পরে দেবতার পদতলে।


কিন্তু কেউ যানে কি??
দেবতার এই অন্ন বস্ত্র বাসস্থান সর্বপরি সমাজের রক্তের প্রতিদান!


মাথার ঘাম পায়ে ফেলে নিরলস কঠোর ভাবে নিরুৎসাহিত শরীরে সঞ্চারিত শ্রমের ফসল চুষে নিয়ে যায় পিশাচ দেবতা।
ভাণ্ডার সমৃদ্ধ করে হয় সমাজের কল্যাণ সেবক।
এরা নিজের পরিশ্রমের বিনিময়ে এই নাম দাম গুণগান প্রশংসা পায় না,এরা অন্যের পরিশ্রমের অর্থ ছিনিয়ে নিয়ে মোটাতাজা আর শক্তিশালী দেবতা হয়।এদের সমাজ গভীর দীর্ঘশ্বাস ফেলে প্রশংসা করে।