মসৃণ বালুদ্বীপ বিছানো পায়ের ছাপ
যেখানে নীলজল ঠেকিয়ে মাথা
ধুয়ে মুছে দেয় আমাদের ফেলে আসা পা।


কতটা গভীরতা সাগরের বুকে
কতটা ভালোবাসায় মৃদু জল হবে
পিপাসিত চোখ গুলো দাবানলে জ্বলে
চোরাবালি সাঁতরে কি আর নীড় পাওয়া যাবে।


আমাকে কেও বলেছিলো এ পূর্নিমা আলোয়
বুকে রেখে মাথা দেখেছিলাম সাগরের ঢেউ
এভাবে ভেজা ছোঁয়া লেগেছে যদিও
মনে হয় ভালোবাসা রয়েছে বাকি।


আমাকে কেও জড়িয়ে কেঁদেছিল বুকে
শীতল কণ্ঠে বলেছিলো পাশে থাকবে তো রোজ
এভাবে কতো কাছে ছিলাম তোমার
শেষে দেখি শূন্য বুকে বিশাল আধার।