সে দিন সন্ধ্যায় আমি ফিরে এসেছি তোমার কাছ থেকে।
একবুক শূন্যতা নিয়ে ফিরে এসেছি এই পথ ধরেই।
ক্লান্ত একটা পাখির মতো সব কিছু হারিয়ে।
মমতার বাধন ছিন্ন করে চলে গেছো তুমি।
একবারও পিছু ফিরে  দেখোনি।
আমি নির্বাক হয়ে শুধু দাঁড়িয়ে দেখিছি সেদিন।


দৃষ্টি রেখেছিলাম তোমার কাজল কালো মায়াবী চোখে।
আবেগ অনুভূতি গুলো হারিয়ে গেছে গহীন অন্ধকারে।
আর এই পোড়া মন???
সে তো কবেই হারিয়েছে তোমাকে ভালোবেসে।


সেদিন আমার শরীর ঠিকই ফিরে এসে ছিলো।
কিন্তু এই অবুঝ মন টা..সে ছুটে চলে গিয়েছিলো তোমার পিছু পিছু নির্লজ্জের মতো।
অন্ধকারে চিৎকার করে ডেকে ছিলাম।
শুধু তুমিই শুনতে পাও নি।
একবারও ফিরে তাকাও নি।


সেদিন সন্ধ্যায় আমি ফিরিনি ঘরে।
সুতো ছিরা ঘুড়ির মতো হারিয়ে গেছি বহুদূরে।
আমার আমির আর ফেরা হয়নি কখনো।