আমি আকাশ পাঠিয়েছিলাম তোমায়
তোমার প্রিয় নীল হবো বলে
তুমি ভাসবে ডানা মেলে হলুদ আভায়
তাই সন্ধে জমিয়েছি বুকে।


আমি মেঘ পাঠিয়েছিলাম তোমায়
তোমার গম্ভীর ভাব হবো বলে
তুমি উদাস হয়ে জানালায় তাকাবে
আর কাঁদবো আমি সুখে।


কিছু পাখির গুঞ্জন পাঠিয়েছিলাম তোমায়
তোমার একাকীত্বের সঙ্গী হবে বলে
কিছুটা সতেজতা এনে দিয়েছিলাম তোমায়
তোমার চায়ের কাপে ধসে পরা স্পর্শ হয়ে।


আমি তোমার শেষ কাব্য হবো বলে
কিছু শব্দ পাঠিয়েছিলাম
তোমার ঠোঁটের কোণে একটু হাসি হবো বলে
কিছু গান গেয়েছিলাম।


আমি তোমার সকাল হবো বলে
মৃদু আলো হয়েছিলাম
রাতের আকাশে আধার সরিয়ে
কিছু জ্যোৎস্না পাঠিয়েছিলাম।


আমি তোমার প্রথম পুরুষ হবো বলে
প্রতিটা মুহুর্ত চোখে আঁকড়ে রেখেছিলাম
তার থেকে বেশি ভালোবাসি বলে
তোমায় স্বাধীনতা পাঠিয়েছিলাম।