রাখালঃ- বুড়ো দাদু কোথায় যাও?
               হাতে নিয়ে হাড়ি?
বুড়োঃ- কেজি খানেক্ মিষ্টি নিয়ে,
             যাচ্ছি বেটির বাড়ি।
রাখালঃ- একা একা যাচ্ছ কেন?
              পথে বিপদ হলে?
বুড়োঃ- আর কে যাবে বুড়ি তো নাই,
            বালাই যাবে মলে।
রাখালঃ- ভারী হলে দাও না কেন?
              এগিয়ে দিয়ে আসি?
বুড়োঃ- আমায় তুমি এগিয়ে দেবে?
            শুনে হলাম খুশি।
রাখালঃ- মা বলেছে দুঃখীর দুঃখে, সম দুঃখি হইও।
বুড়োঃ- এ যুগ যে সেযুগ নয়;
             তোমার মাকে কইও।
রাখালঃ- যুগ থাক যুগ নিয়ে;
              আমার কর্তব্য করি।
বুড়োঃ- বুড়ো হলেও বুঝতে পারি,
            যত করো ছলচাতুরি।
রাখালঃ- নইলে শুধু এত দূরে,
               কেন এলাম চলে?
বুড়োঃ- ঠক সেজে ঠকাইয়ে,
             মিষ্টি খাবে বলে।
রাখালঃ- বুঝলেই যদি দাও না কেন?
              একটুখানি খাই।
বুড়োঃ- কেমনে দেবো নোংরা হাতে?
            চামুচ কোথায় পাই?
রাখালঃ- ঢেলে দিতে মানা কি?
              রস পেলেও চলবে।
বুড়োঃ- তা যদি হয় নেওনা কেন?
            আগে তো তা বলবে।
রাখালঃ- তবে আর দেরি কেন?
              এই করলাম হা...  ।
বুড়োঃ- মুখের মধ্যে ঢেলে দিচ্ছি,
            যত পারিস খা।