মাঝ রাতের আকাশ, অঘুমন্ত মানবের
বেশে আমি একা,নিঃশব্দ,নিস্তব্ধ,
মস্তিস্কের কর্মকান্ড বিচিত্র ভাবনার মাঝে
আমি হতে পারি আকাশের তারা?
নাকি চাঁদ?যদি হতাম, বিস্ময়,
কানের কাছে ফিসফাস,নিঃশব্দ পরিবেশে
ক্ষনিক কম্পন,মনের মধ্যেও
কী করবে আকাশের তারা হয়ে অথবা চাঁদ?
সারারাত্রি উপর থেকে পৃথিবী দেখব
তাকি সুন্দর নাকি কোলাহলের বাষ্প!
তাহলে তুমি আমি হলেই তো পারো
কে তুমি,কেন বলছ,এ কার বাণি?
নিশাচর বলতে পারো।
ওঃ।এ বাণি তো তোমার বিবেকের,আমার
ধর্মের,জলন্ত তারা,আলোকিত চাঁদ কি
পারে কাছ থেকে পৃথিবীকে দেখতে,
সে ত সৃষ্টির স্তব্ধ নমুনা মাত্র।
কিন্তু আমি তুমি হব কেন?
কাছ থেকে পৃথিবীকে দেখবে,বুঝবে,
তবে এই শখ তোমার বেশিদিন থাকবে না।
তাছাড়া চাঁদও ত আমার মতই, নিশাচর,
তবে হ্যাঁ,যদি সূর্য-না না সে আমি পারব না
হুমম্ ভয়,কিসের?পুড়ে যাওয়ার,না পুড়িয়ে ফেলার।বললাম তো জানিনা
আবার নিশ্চুপ, এ যেন পৃথিবী নয়-বুধ
অথবা বৃহস্পতি ।
আমি কী মানুষ??