গণ মানুষের ভালোবাসার অন্তরে,রাজনীতির অন্তরালে,নিঃশব্দ চিলেকোঠায়
সেই কোন এক জন চাঁদ বিস্মৃত সূর্যের কিরণ ভরে তুলতে চেয়েছিল,
কখনোই ভাবেনি সে-সেই সপসপে ভেজা আকাশের নরখাদক চিল করে তুলবে তার দেহকে লাল,
কলিযুগের এক রক্তরাঙা বিপ্লবের শিকারী,
শিকার,পৃথিবী থেকেই চলে যেতে হল তাকে।


ভুল,মানুষের আকারে সেই ঘৃনার পাহাড়ের মতো
সমুদ্রের তলা থেকে লাল মুক্তার অধিকারী,
রাক্ষসের চিহ্ণ সমেত ভুলের উপর দাড়িয়ে,
দাড়িপাল্লার ওজনের কাছে মাথানত,সেই শুকনো আকাশের কলোরব ভরা সমুদ্রে ওটা কাদের আওয়াজ?ভুলভরা পাপী রাক্ষুসি কীট-
পতঙ্গের থেকে বাঁচিয়ে নিয়ে এসে বৃষ্টি দিয়ে
সেই শুকনো আকাশের রঙ করে তুলতে চেয়েছিল রামধনুর মতোই বিচিত্র,
কিন্তু কখনো ভাবেনি সে-রাক্ষুসি কীটের দ্বারা আক্রান্ত যুবক,পৃথিবী থেকেই চলে যেতে হবে তাকে।


অত্যাচার,নীল বাতাসের কালো ধোঁয়ার ওপর
বসে থাকা অসংখ্য ভাইরাসের নিঃশব্দ চাহনি,
লোভ লালসার অন্ধকারে ডুবে থাকা আর খেটে খাওয়া ভগবানের সন্তানরা সব নিষ্ঠুর বলিদানের শিকার,
সমাজের বিচিত্র পরিস্থিতিতে বিচিত্র ভাবে নগ্ন,
গাঢ় সবুজের পোশাকে ঢেকে দিতে চেয়েছিল -
নগ্নতার ছাঁচ;কিন্তু কখনই ভাবেনি সে,
ক্লান্ত কিশোর,
কালো অ্যামিবার হাত থেকে রেহাই পেতে পেতে
রেহাই পেতে পেতে ;
পৃথিবী থেকেই চলে যেতে হল তাকে ।।


                                            সন্তোষ দে