কিছু কিছু কথা মনে থেকে যায়।
কিছু কিছু কথা গান হয়ে বেঁচে থাকে,-
কিছু গান কথা আঁকড়ে বেঁচে থাকে।
এই কথা আঁকড়ে বেঁচে থাকা গান
জীবন জড়িয়ে প্রাণ পায়।
গানগুলি বেঁচে থাকে সুর-তাল-লয়ে
কথা গুলি থেকে যায় দু:খ কষ্ট সয়ে।
বেদনার্ত গান যখন যন্ত্রণায় কাঁদে,
কান্না তার সুর হয়ে ঝরে ঝরে পড়ে;
ঝরে পড়ে তাল-লয়-ছন্দ আর মিড়ে,
গানের কথারা মিশে যায় মানুষের ভিড়ে।
তখন কথারা থাকে না আর শুধু কথা হয়ে,-
যন্ত্রণা আর যন্ত্রণা থাকে না,
কথা গুলি থেকে যায় প্রাণের আশ্রয়ে।
                 --০--