তোমার সাথে এই দেখা জন্মান্তরের দেখা মনে হয়।
তোমার সাথে এই কথা যেন এ জীবনের কথা নয়!
এই দেখার ভিতরে অন্য দেখা এসে ঢুকে পড়ে,-
কথার ভিতরে অন্য কথা এসে যায় জন্মান্তরে।
তবু কেন যেন মনে হয়,এ জীবনে সব শেষ নয়!
জীবনের অন্য কোনো দেশে, ছিল এই পরিচয়।
মহাকালের পথ বেয়ে এক দিন বাতাসেতে ভেসে,-
চলে যাব পৃথিবীর মাটি ছেড়ে অন্য কোনো দেশে।
সময়ের কথা শুনে,কালের মাটিতে জীবনের বীজ বুনে
জীবনের দিন যাব গুনে,জীবনের রাত যাব গুনে;
চলে যাব নক্ষত্রের দেশে একদিন,আমি অন্য পরিচয়ে!
রূপহীন-শব্দহীন,স্পর্শহীন হয়ে,মহাকালের আশ্রয়ে।
                     ---0---