পবিত্র ঈদ-উল-আজহা ওই,
এসে গেছে বৎসর পরে ;
মনের ভিতর, তাই ঝরে খুশি,
ঈদ-উৎসবে ,ঘরে ঘরে!
সকলকে তাই ঈদ মোবারক,
আজ জানিয়ে দিলাম ভাই!
বিভেদ ভুলেই এই উৎসবে,
এসো ,সম্প্রীতির গান গাই।
ঈদ এসে যায়, ঈদ চলে যায়,
মনে থেকে যায় তার রেশ!
খুশির এ' ঈদে ,নিদ নেই চোখে,
আজ মাতোয়ারা  সারা দেশ।
ভোগ বিলাসেই মন ডুবে আছে,
ত্যাগের মহিমা  তাই জানে না  ;
ভোগে নয়, ত্যাগেই অপার শান্তি,
জেনেও এই  মন মানে না ।
ত্যাগের মহান  আদর্শেই তাই,-
ঈদ-উল-আজহা, খুশির হোক!
ঈদে নমাজ পড়ে, আনন্দ করে,
ভুলে থাকো , যতো বিভেদ-শোক।