(১)
তোমাকে যখন পাশে পেয়েছিলাম,
অব্যক্ত থেকে গেছে হৃদয়ের কথা।
তুমি জীবন থেকে সরে যাওয়ার পর,
হৃদয় কথা বলা শুরু করেছে।
                    (২)
এতো দিন তোমার চোখে আমি,
ভালোবাসার প্রতীক হয়েই ছিলাম।
এখন আমার সমস্ত ভালোবাসা
জলের দরে হয়ে গেছে নিলাম !
                    (৩)
তোমার হৃদয়ের ভিতরে
প্রবেশের ছাড়পত্রটি পেতে
পৌঁছে গেছি দরজা অবধি ;
প্রবেশের অনুমতি না পেয়ে,
ফিরে এসেছি।
হে রহস্যময়ী! কে তুমি?
তুমি নারী,না নদী?
                   (৪)
জীবনের আর কটা দিন
হৃদয়ের কথা বলা!
আর কটা দিন এই প্রেম!
এই হৃদয় ঘটিত ক্রীড়া ।
হে আমার যন্ত্রণা!
আর কতকাল দেবে,
এই ভাবে মনে পীড়া?
       --০--