এই মানব-মনের অন্দরে  ষড়্  রিপুদের বসবাস ;
কষে টেনে ধরা বড়ো প্রয়োজন,সেই রিপুদের  রাশ।
প্রথম রিপুটিই কাম, এই  কামে মন হয়  উচাটন!
সংযমী হয়ে  তার  লাগামটি টেনে ধরে থাক মন ।
দ্বিতীয় রিপুটি হলো,যত প্রলয় কান্ড ঘটানো ক্রোধ;
বিবেক-বুদ্ধি লোপ পায় ,লোপ পায় সমস্ত বোধ ।
তৃতীয় রিপু লোভের থেকেই মন  সাবধানে থাকো;
এই লোভকে কখনো প্রশ্রয় নয়, মন সংযত  রাখো।
চতুর্থ রিপু মোহতেই মনে, আত্ম- অভিমান কতো!
এই মোহ-জালে না জড়িয়ে, নিজে থাকো  সংযত।
পঞ্চম রিপুই মদ নামে বাস করে  মানবের মনে ;
এই মদই মানুষকে অমানুষ করে তোলে প্রতিক্ষণে।
ষষ্ঠ  রিপু মাৎসর্যে , এই মনে  হিংসা-দ্বেষের বাসা;
এই' রিপুর বড়ো ভয়াবহ রূপ,এই'রিপু যে সর্বনাশা!
                 --০--