এবার এমন কবিতাই লেখা হবে
কবিতাকে ছুঁয়ে যাবে মানবতা বোধ;
মানুষের মন ছুঁয়ে যাবে কবিতাকে,
কবিতাকে ছুঁয়ে যাবে প্রত্যয়ের রোদ।
এই কবিতার ছত্রে-ছত্রে ছন্দে গেঁথে,-
মানুষের কথা বেশি করে লেখা হবে।
কবিতা সাজবে চেতনায় ,মূল্যবোধে,
সাজবে ভাব ও ভাবনার অনুভবে।
কবিতায় ব্যক্ত হবে মানুষের কথা;
প্রকৃতি ও  প্রেম উঠে আসে কবিতায়।
ছন্দ-মিল,লিপি মিলে মিশে এক হয়ে,
মানুষ-প্রকৃতি এক সাথে মিশে যায়।
এই কবিতা সংহতির কথা বলে,
এই কবিতায় মূল্যবোধ ফিরে আসে;
কবিতাই বোধ চেতনা জাগিয়ে তোলে,
এই কবিতাকে সকলেই ভালোবাসে।
এমন কবিতা লেখা হোক বেশি করে;
ছন্দ-কথায় কবিতারাই এই ভাবে,-
আলোর বার্তা পৃথিবীকে শুনিয়ে যাবে।
            --০--