ভালোবেসে আমি মানুষের পাশে থেকেযেতে চাই;
রেখে যেতে চাই কিছু ভালোবাসার মেঘ- রোদ্দুর।
ভালো লাগার সেই মুগ্ধ বাঁশিটি  রেখে যেতে চাই;
রেখে  দিয়ে যেতে চাই সেই বাঁশিটির মেঠো সুর।


মেঠোসুরে বেজে ওঠা সেই বাঁশিটির মায়া-তান,
মাটি দেশ ছুঁয়ে যায় আর  ছুঁয়ে যায় নীলাকাশ!
নক্ষত্রেরা জেগে যায় বাঁশির সেই মায়াবী সুরে,-
জেগে ওঠে মাটি ছুঁয়ে থাকা, ঘুমে থাকা যতোঘাস।


আজীবন কাল ভালোবাসা দিতে চায় এই মন;
রেখে যেতে চায়  হৃদয়-ঘটিত কিছু আলো-তাপ।
বলে যেতে চায় হৃদয় বিষয়ে কিছু গুপ্ত কথা,
সেই কথায় সাজানো এই হৃদয়ের সংলাপ।
            --০--