সুদক্ষিনা তুমি নিজেই একটা সুন্দর কবিতার মতো!
জলতরঙ্গের ব্যঞ্জনায় বেজে ওঠা,
মাত্রাবৃত্তের অনুসঙ্গে সাজানো ,
ছন্দময় অনুভবের একটা নিটোল কবিতার মতো।
ভাব-ভাষা-ছন্দ-মাত্রাবোধের আঙ্গিকে
মোড়া এই কবিতার উপস্থিতি  যার ঘরে থাকে
সেই ঘর পবিত্রতায় একটা মন্দির হয়ে যায়।
সুদক্ষিনা তোমার কথা উচ্চারিত হলে সারা ঘর
থেকে অন্ধকার  নিমেষেই সরে যায় আর
এসে পড়ে এক ঝলক আলো।
এসে পড়ে  এক ঝলক স্নিগ্ধতার দক্ষিনা বাতাস।
সুদক্ষিনা তুমি সেই ঘরের ভেতরে
আসা আলো আর বয়ে যাওয়া
স্নিগ্ধ এক দক্ষিণা বাতাস হয়ে সারাক্ষণ  থাকো।
সুন্দর কবিতার মতো সুদক্ষিনাকে নিয়ে এই কবিতা আমি রেখে গেলাম  আগামী প্রজন্মের উদ্দেশে!
     --০--