কাননে কুসুমকলি ফুটে থাকে সুখে
বিজনতাভার নিয়ে অবসন্ন বুকে,
ভ্রমিতে ভ্রমিতে ভ্রমর চমকিয়া চায়
মুদিত নয়ন মেলে বুকেতে জড়ায়।


ফুলকোল হতে পাপড়ি খসায়ে যখন
প্রজাপতি বেড়ায় ভেসে ফুলের প'রে,
কুসুমের প'রে দেখিয়া প্রজাপতিরে
ফুলদল সবে বরে তাহারে
আপন কুসুম রেণুর সিঁদুর পরায়ে।
       --------