নামটি তার ধরমলাল
খোলে না তো চোখ যে,
কারো কথা মানে না'ক
যত বড়ই হোক না সে।


শেষমেষটা রেগে গিয়ে
ছুটে আসে তার গিন্নী,
খেয়াল কি নেই কোন
কতদিন মাইনেটা পাওনি!


সংসারটা তো অচল হবে
ছেলেরা সব উপোষ রবে,
হাতে যে নেই কানাকড়ি
বেচবে কি এবার নিজ বাড়ি!


স্বপ্নে হঠাৎ সে ওঠে জেগে
ঘুম ছুটে তার যায় ভেগে,
ছেলেরা সব বলে যে যার
হয় না রাগ, না হয় বেজার।


ফুসমন্তর কে দিল কানে
হলটা কি! কেউ না জানে,
ধরমলাল চলে কাজের স্থলে
মাইনেটা পাবে মাস পহালে।


রইবে না আর দুঃখ কষ্ট
ম্যাজিক তো নয় স্বপ্নভ্রষ্ট।