পথেই দেখা সঙ্গে তাহার
জোটে না কাপড়, না জোটে আহার,
শুধালাম তারে কিবা পরিচয়?
কেউ নেই তার, নামটি বিজয়।


কাছে না থেকে সবে গেছে দূরে
দূঃখ যন্ত্রনা শুধু অন্তর মাঝারে,
শ্রাবনের বারি ধারা, শরতের শিশির
গায়ে শীতের হাওয়া, বেদনা গভীর।


শিরীষ ফুলের গন্ধে আকুল
শয়ন ছাড়ার নেশায় ব্যাকুল,
কাটে না দিন আর অলসভরে
প্রহর কাটে শুধু প্রহর পরে ।


বেলা যখন ফুরিয়ে যায়
নিজের মাঝে নিজেকে হারায়,
আপন প্রাণের চরমকথা
বলবে কারে নিজ গোপন ব্যথা!


পথের ধুলায় রাঙিয়ে পরে
ব্যথা বেদনায় নিজেকে ভরে,
সাঁঝের তারারা হয় যে আপন
সোহাগ জানায় মিত্র ভুবন ।
     --------