ওই দেখো ওই দেখো চেয়ে, আজ পাগলা হাওয়ার পক্ষীরাজ ছূটিছে ।।
আকাশ যেন কয়লা কালো, সবুজের সাথে আবার ঈষাণ কোণে মিশিছে ।।


গূড়ূগূড়ূ গূড়ূগূড়ূ স্বরে দেখো সব কৃষ্ণসখা মেঘবালিকা যেন ডাকিছে ।।
ঝিরিঝিরি ঝিরিঝিরি সুরে অঝোর বারি আজি অনন্ত ধারায় ঝরিছে ।।


ওই দেখো ওই দেখো চেয়ে আকাশপানে, বিদ্যুৎ তার ঝিলিক হাসি  হাসিছে ।।
রুক্ষ বৃক্ষ, গুল্ম, চারা সবই আজি এ কি এক নতুন খেলায় মাতিছে ।।


বজ্র গম্ভীর, নিবিড়, গভীর, প্রকৃতিও তার ভুবন ভোলানো হাসি হাসিয়াছে ।।
উথাল পাতাল, মত্ত মাতাল এই বাদলও দিনে, কোন সে আলোর মুক্তির পথ খুলিয়াছে ।।


ওই দেখো ওই দেখো চেয়ে, আজ আবার বঙ্গ মায়ের শ্যামলও রূপ হাসিতেছে ।।
তোমার আর আমার ভালবাসার নীল স্বপ্ন যেন আকাশ চুইয়ে পড়িতেছে ।।


খুশির ঝিলিক, চিরিক-মিরিক, মম চিত্ত আজি নব আনন্দে মাতিছে ।।
ঝরঝর ওই অঝর ধারায়, নতুন কোন প্রানের বীজ নাকি রোপিছে ।।


ওই দেখো ওই দেখো চেয়ে, সেই দেবশিশু যেন রামধনু মাঝে জাগিয়াছে ।।
সুস্বাগম, সুস্বাগতম, ধ্বনিতে, আজ আকাশ বাতাস সব মুখরিত হইয়াছে ।।


করতালে, আর কলতানে, তার সেই মধুর হাসিই কি আজ বর্ষিছে ?
ভালবাসার জীয়নকাঠি নিয়ে দেখো সে তার খুশির ভেলায় চাপিতেছে।।


ওই দেখো ওই দেখো চেয়ে, মধুর ওই বর্ষার আগমনী আজ সবার কানে বাজিছে ।।